ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা নিবাসী পিয়ার আলী খাঁ (৪০) নামে এক দিনমুজুর জ্বরে আক্রান্ত হয়ে অর্থ্যাৎ ডেঙ্গু উপসর্গ নিয়ে মারা গেছেন।
তিনি সোমবার (২৮ আগষ্ট) সকালে উপজেলার আট্টাকী গ্রামে তার নিকট আত্মীয়র বাড়িতে মারা যান।
তিনি উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের জবেদ আলী খাঁর ছেলে।
মৃতের পরিবার জানান, পিয়ার আলী খাঁ কয়েক দিন ধরে জ্বরে ভূগছিলেন। অবস্থা বেশী খারাপ হওয়ায় রোববার (২৭ আগষ্ট) সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক রোগীর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
তখন রোগীকে পরিবারের লোকজন ফকিরহাটের আট্টাকী ঝুটোতলা এক নিকট আত্মীয়র বাড়িতে নিয়ে যান। পরেরদিন সেখান থেকে তাকে খুলনা নিয়ে ভর্তির সিদ্ধান্ত নেন পরিবারের লোকজন। কিন্তু এদিন সকালে তিনি মারা যান।
এদিকে, ওই রোগীর ডেঙ্গু পরীক্ষা না করার জন্য বোঝা যাচ্ছে না আসলে সে অতিরিক্ত জ্বরে নাকি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ ব্যাপারে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
ফকিরহাটে ডেঙ্গু উপসর্গে দিনমুজুরের মৃত্যু
Leave a comment