ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ২০২৩-২০২৪ অথ্য বছরে ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বন্ড (এইচবিবি)করণ’ (২য় পর্যায়ে) (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার বেতাগা ইউপির নং ওয়ার্ডের মনি পালের জমি থেকে আদর্শ অভিমূখে বঙ্গবন্ধু বনায়ন পর্যন্ত ৫’শ মিটার এবং নলধা-মৌভোগ ইউপি ৪নং ওয়ার্ডের কামটা মনছুর শেখের বাড়ি হতে চান মিয়ার বাড়ির অভিমূখে ৫’শ মিটার সড়কের কাজের উন্মুক্ত ড্র অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগ সূত্রে জানা গেছে, একটি প্যাকেজের দুটি রাস্তার কাজের জন্য বরাদ্ধ ৮৪ লাখ ৫হাজার ৫’শ টাকা। এখানে মোট লটারী জমা পড়ে ৮৩টি। এর মধ্যে তিনি বিভিন্ন ত্রুটির জন্য বাদ পড়ে। উন্মুক্ত লটারী ড্র-তে বাগেরহাট মেসার্স সাইফুল্লাহ এন্ড ব্রাদার্স ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পান।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় ইউএনও কার্যালয়ে উন্মুক্ত লটারী ড্র-তে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসিবুর রহমান, পিআইও অফিসের অফিস সহায়ক মো. আবু সাঈদ সহ বিভিন্ন ঠিকাদার উপস্থিত ছিলেন।
ফকিরহাটে দুটি গ্রামীণ রাস্তার উন্মুক্ত লটারী ড্র অনুষ্ঠিত
Leave a comment