
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। উক্ত মাংস উপজেলা পর্যায়ে পৌছার পর গত শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন এতিমখানায় ওই মাংস পৌছে দেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইমরুল কায়েস বলেন, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুস্থ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী উপজেলায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এই মাংস বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। মোট ৫৪টি প্রতিষ্ঠানে এই মাংস বিতরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত