ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ড. খান আসাদুজ্জামান ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে দু:স্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ ফেরুয়ারি) বিকেল ৪টায় দোহাজারী ড. খান আসাদুজ্জামানের নিজ বাসভবন চত্ত্বরে এসব মানুষের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেন প্রধান অতিথি সফেন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খান আখতারুজ্জামান। প্রধান অলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. খান আসাদুজ্জামান ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ সমাচার ড. খান আসাদুজ্জামান।
বিশেষ বিশিষ্ট শিক্ষানুরাগী ও নারী উদ্যোক্তা মোসা: শাহানাজ বেগম, পুলিশ সুপার ও ড. খান আসাদুজ্জামান ওয়েলফেয়ার ট্রাস্ট এর পরিচালক মাকসুদা আকতার খানম, সাংবাদিক শেখ তাহেরুল ইসলাম, সাংবাদিক ফকির দাউদ হায়দার বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. খান আসাদুজ্জামান ওয়েলফেয়ার ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম বিশ্বাস। এসময় গনমাধ্যমকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফকিরহাটে দু:স্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ
Leave a comment