ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে উপজেলার লখপুর এলাকা থেকে মমতাজ বেগম (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
নিহত মমতাজ বেগম উপজেলার লখপুর এলাকার মোহম্মদ আলীর স্ত্রী।
পুলিশ জানায়, মমতাজ বেগমের স্বামী ঢাকাস্থ একটি কোম্পানিতে চাকুরী করেন। কিন্তু মমতাজ দুই ছেলে ও শাশুড়ীকে নিয়ে লখপুর বাড়িতে বসবাস করে থাকেন।
বুধবার (২০ নভেম্বর) সকালে বড় ছেলে স্কুলে যায় এবং ছোট ছেলেকে সাথে নিয়ে শাশুড়ী মাদ্রমাসায় যান। দুপুরে বড় ছেলে স্কুল থেকে এসে মা মা বলতে ডাকতে থাকেন। মায়ের সাড়া শ্বদ না পাওয়ায় ঘরে ঢুকে দেখে তার মা সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো মৃত অবস্থায় ঝুলে আছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ শেষে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত