ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহটে সাসটেনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় নিরাপদ চিংড়ি ও মাছ উৎপাদন বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বুধবার (৭ ফেরুয়ারি) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারী ও উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস।
এসময় বিভিন্ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন মৎস্য চাষী উপস্থিত ছিলেন।
ফকিরহাটে নিরাপদ চিংড়ি উৎপাদন বিষয়ক কর্মশালা
Leave a comment