
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত ঠেকাতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। অত্র উপজেলায় তালগাছ ও আমগাছ সহ বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা রোপণ করা হবে।
সোমবার (১০জুলাই) দুপুর ১২টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ হাত দিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে এর শুভ সূচনা করেন।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহিদুর রহমান মোড়ল, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, ইউসিবির ফকিরহাট শাখা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, অপারেশন ম্যানেজার আরিফ বিল্লাহ খান, ক্রেডিট অফিসার আবুল কালাম আজাদ, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিত কুমার দাশ, সহকারী অধ্যাপক উৎপল কুমার দাশ, স্থানীয় ইউপি সসদস্য সুমন ধরসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউসিবি পিএলসি এ বছর সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। কারণ উচ্চতা ও গঠনগত দিক থেকে তাল গাছ বজ্রপাত নিরোধে সহায়ক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপণ করা।
দেশের ৫০টি নির্বাচিত উপজেলাকে ’মডেল এলাকা’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলা থেকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ-সংশ্লিষ্ট ২৫ জন করে কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।