ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিওভুক্ত মাাদ্যামক বিদ্যালয়ে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনার প্রকল্পের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এদিন উপজেলার ৩১টি মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৮৬জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসব ট্যাব বিতরণ করা হয়।
এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে দারুণ খুশি মেধাবী শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিটি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১ রোল থেকে ৩ রোল যেসব শিক্ষার্থী তাদের মধ্যে এসব ট্যাব প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা বেগম নেলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা পার্থ প্রতীম দাশ সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত