ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক এস এম সাইদুল আলম কামাল (৫৫) আর নেই। তিনি মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
প্রভাষক এস এম সাইদুল আলম কামাল গত সোমবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।
প্রভাষক এস এম সাইদুল আলম কামাল উপজেলার মূলঘর গ্রামের শেখ সাখাওয়াত হোসেনের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় মরহুমের নিজ গ্রাম মূলঘরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর অকাল মৃত্যুতে কলেজের সহকর্মি, শিক্ষার্থী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফকিরহাটে প্রভাষক কামাল আর নেই
Leave a comment