ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (১২ জুন) সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল কেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। এতে সভাপতিত্ব করেন উপজেলঅ শিক্ষা অফিসার শোভা রায়।
উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার অরুপ কুমার নস্কর ও মো. মামুন হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বালক কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শ্রীরাম কৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। অপরদিকে বালক কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পূর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন মো. সুমন মোড়ল, সহযোগি ছিলেন লিপন বিশ্বাস ও জাকির খান। এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত