ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বস্তায় মাটি ভরে আদা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এতে আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের মধ্যেও। মসলা এবং ভেষজ ওষুধ হিসেবে সারা দেশে আদার ব্যাপক ব্যবহার রয়েছে। বাজারে এর দামও বেশ চড়া। তাই পরিবারের প্রয়োজন মেটাতে এবং বাড়তি কিছু আয়ের আশায় ফকিরহাটে অনেক কৃষক বস্তায় আদা চাষ শুরু করেছেন।
ফকিরহাট উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ফকিরহাটে চলতি মৌসুমে বস্তায় আদা চাষ করেছেন অনেক কৃষকরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আদা চাষ হয়েছে।
উপজেলার নলধা গ্রামের কৃষক চম্পা বেগম জানান, এই প্রথম বস্তায় আদা চাষ করেছি। তিনি বলেন, কয়েক দিনের মধ্যে চারা বের হয়ে দ্রুত বেড়ে উঠছে আদা গাছগুলো। আদা চাষ করে ভাল লাভবান হবেন বলে তিনি জানান। চম্পা বেগমের মত নলধা গ্রামের কৃষক পলাশ দাস, নমিতা, তাপস দাস, ইমরান শেখ এবং বাহিরদিয়া-মানসা এলাকায় বিশ্বজিত হালদার, তনয় সেন, তুহিন শেখসহ অনেক কৃষক আদার চাষ করছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাস জানান, বস্তায় আদা চাষে আলাদা জমির প্রয়োজন হয় না। বস্তা স্থানান্তর করা যায়। ফলে অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয় না। এতে রোগের আক্রমনও কম হয়। বাড়ির আশপাশের পরিত্যক্ত ছায়াযুক্ত যুক্ত জায়গা কাজে লাগিয়ে বাড়তি আয় করা যায়। কৃষকদের বস্তায় আদা চাষে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন জানান, বস্তায় আদা চাষ করলে আলাদা জমি অপচয় হয় না। আর বস্তার মাটি নিয়ন্ত্রণ করা সহজ হয়। বর্তমানে বাজারে আদার দাম অনেক বেশি। আমরা কৃষকদের আদা চাষে উদ্বুদ্ধ করছি। এছাড়াও তাদের কারিগরি সহায়তা এবং পরামর্শ দিচ্ছি। বস্তায় আদা চাষ করলে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষক বাড়তি আয়ও করতে পারবে।
ফকিরহাটে বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে
Leave a comment