
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সভা পরিচালনা করেন বাগেরহাট জেলা ব্র্যাক প্রতিনিধি এস এম ইদ্রিস আলম। এসময় এসাসিয়েট অফিসার কুহেলী মন্ডল সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বাল্যবিবাহ বন্ধে চলমান কার্যক্রম ও নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদান বিষয় নিয়ে আলোচনা করা হয়।