ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের (উফশী) আবাদ বৃদ্ধির চন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় কৃষক প্রশিক্ষণ কক্ষে এসব কৃষক-কৃষানীদের তাতে ধানের বীজ ও সার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কমৃকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
উপসহকারী উদ্ভীদ ও সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার পাল, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু প্রমূখ। এসময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, বিপ্লব দাশ, সোলাইমান মন্ডলসহ অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন প্রতি কৃষককে কেজি করে ধানের বীজ ও ২০ কেজি করে দইি প্রকারের সার বিতরণ করা হয়েছে।
ফকিরহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
Leave a comment