ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বণার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩১ মে) বেলা ১১টায় ‘তামাক নয়, ফসল ফলান’ এই স্লোগানকে সামনে রেখে র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অঢিটোরিয়াম চত্ত্বরে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত