ফকিরহাট প্রতিনিধি : ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে শীত বাড়তে শুরু করেছে। মানুষের স্বাভাবিক কাজকর্ম হ্রাস পড়েছে। বৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়ার কারণে প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।
গত কয়েকদিন ধরে সূর্যের মুখ দেখতে পায়নি অত্র উপজেলার জনপদের মানুষ। এদিকে বৃহস্পতিবার সারাদিন মুষলধধারে বৃষ্টিপাত হয়। সেই সঙ্গে ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়তে থাকে।
স্থানীয়রা জানান, অন্য বছরগুলোতে সেপ্টেম্বরের শেষে শীত শুরু হয়। তবে এবার ডিসেম্বরেও শীতের দেখা নেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারনে গরম কাপড় পরতে হয়েছে। এছাড়া বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষেরা।
এদিকে বাতাসের গতিবেগ বৃদ্ধি পেলে এবং ভারি বৃষ্টি অব্যাহত থাকলে ধানগাছ মাটিতে নুয়ে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাথাওয়াত হোসেন বলেন, এই বৃষ্টিতে ফসলের ক্ষতি হবে না। তবে ভারি বৃষ্টি হলে এবং বাতাসের গতিবেগ বেড়ে গেলে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফকিরহাটে বৃষ্টিতে শীত বাড়ছে, আকাশ মেঘাচ্ছন্ন
Leave a comment