
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। রোববার উপজেলা খাদ্য গুদামে লাল ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিপঙ্কর মন্ডল, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফরোজা খাতুন রাসনাসহ অন্যান্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবছর মোট ৭৫৫ টন বোরা ধান সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ চলবে। এবার লাটারির মাধ্যমে মোট ২৫১জন কৃষক ধান বিক্রয় করতে পারবে। প্রত্যেকের নিকট থেকে ৩ মন থেকে ৩টন পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। প্রতি ৩০টাকা কেজি দরে প্রতি মন ধান ১২শ’ টাকা দরে সংগ্রহ করা হবে। কৃষকদের ব্যাংক হিসাবের মাধ্যমে তাদের ধানের মূল্য পরিশোধ করা হবে। এই ধান সংগ্রহ করা হবে কাঠালতলা খাদ্যগুদামে।