ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ব্যক্তিগত উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার পাগলা দেয়াপাড়া এলাকায় ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে ১৯০পরিবারের মাঝে।
পাগলা দেয়াপাড়া নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ফেরদাউস আলমের ব্যক্তিগত উদ্যোগে এসব দরীদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। গত সোমবার ও মঙ্গলবার দুইদিনে চাল বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুর রহমান, শেখ আবুল কালাম, ফারুক হোসেন, লিটন শেখ, আজিজ শেখ প্রমূখ। আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এই চাল পেয়ে এসব পরিবার খুশি।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজ সেবক ফেরদাউস আলম দীর্ঘদিন ধরে তার নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা সহ অসহায় মানুষের পাশে থাকেন বলে স্থানীয়রা জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত