ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে একটি সড়কের উপর পড়ে ছিলেন ভ্যান চালক সঞ্জয় দাশ (৩৭)। পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরিবারের দাবী তিনি ভ্যান থেকে পড়ে মারা গেছেন।
পুলিশ জানায়, এ ঘটনাটি সোমবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে ঘটেছে। মৃত সঞ্জয় দাশ উজলপুর গ্রামের কেনা দাশের ছেলে।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হারুনার রশিদ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। তিনি বলেন মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহতেশাম আরা জানান, ওই ভ্যান চালককে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তার স্বজনরা। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
ফকিরহাটে ভ্যান থেকে পড়ে চালকের মৃত্যু
Leave a comment