ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট বাজার ও লখপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯টি পশু খাদ্য পণ্যের দোকানে ১৩হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এসব দোকানে জরিমানা করেন। পশু খাদ্য পণ্যের দোকানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের এই জরিমানা করা হয়। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমানসহ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত