
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (১ম সংশোধিত) এর আওতায় উত্তম মৎস্যচাষ বিষয়ক একদিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার দিনব্যাপি অনুষ্ঠিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা (অ: দা:) রাজ কুমার বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ। এসময় বিভিন্ন মৎস্যচাষী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস” বা উত্তম মৎস্যচাষ অনুশীলন হচ্ছে চিংড়ি চাষের ক্ষেত্রে একটি পদ্ধতিকে বোঝানো হয়। যেখানে নিরাপদ, স্বাস্থ্যকর এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করে। এটি খামারের ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, এবং পরিবেশের সুরক্ষা রাখে। মৎস্যচাষীদের মানসম্পন্ন নিরাপদ মাছ উৎপাদনে পরামর্শ দেয়া হয়।

