ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে যায়যায়দিন প্রত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা যায়যায়দিন পত্রিকার ফকিরহাট প্রতিনিধি এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ডিএফও নুরজাহান খাতুন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, আওয়ামী লীগ নেতা সমারেশ রায় চৌধুরী, ফকির কওসার আলী, মো. সাইফুল ইসলাম, ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে, সাংবাদিক শেখ আছাদুজ্জামান, শেখ সৈয়দ আলী, সৈয়দ অনুজ প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত