
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বিগত কয়েকদিন থেকে লোকালয়ে ঘুরতে দেখা যাচ্ছে একটি মুখপোড়া হনুমান’। হনুমানটিকে যেখানে দেখা যাচ্ছে সেখানেই উৎসুক জনতা ভিড় করছে। স্থানীয়রা জানান, খাবার দিলে সামনে আসছে হনুমানটি। আবার খাবার নিয়ে ঘরের কিংবা দোকানের ছাদে বসে খাচ্ছে। মুখপোড়া হনুমানটি যেন শিশু-কিশোরদের খুশি বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে ফকিরহাট ডাকবাংলো এলাকায় দেখা যায় হনুমানটিকে। তাকে দেখে পিছু নিচ্ছে শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। আবার দুষ্টু শিশু-কিশোরেরা কেউ-কেউ হনুমানটিকে দেখে বিরুক্তও করছে। এতে আতঙ্কিত হয়ে হনুমানটি কখনো বাজারের দোকানের ছাদে, কখনো বাড়ির ছাদে উঠে পড়ছে।
সেলিম শেখ ও গৌরঙ্গ দেসহ কয়েকজন জানান, কয়েকদিন থেকে হুনুমানটি উপজেলার সদর এলাকা ও টাউন-নওয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। এটি একটি বিলুপ্তি প্রায় মুখপোড়া হনুমান। উৎসুক মানুষ তাকে কলা-রুটি ও বিভিন্ন কাঁচা সবজি, ফলমূলসহ নানা রকমের খাবার খেতে দিচ্ছে। খাবার পেলে সে নিচে নেমে আসছে। আবার খাবার নিয়ে সে উপরে চলে যায়।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, এই হনুমানটি সম্ভবত যশোরের কেশবপুর থেকে এসেছে। খাদ্যের সন্ধানে কোন পরিবহনের ছাদে উঠে আসতে পারে। হনুমানটিকে বিরক্ত না করে সহযোগিতা করার আহবান জানান তিনি।