
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা দেয়াসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শিকদার ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অভিযানে তিনি অস্বাস্থ্যকর পরিবেশেষে রোগীদের চিকিৎসাসেবা দেয়া, ডায়াগনষ্টিক সেন্টারে বর্জ ব্যবস্থাপনা না থাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে ওই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম সহ ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত