ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। সভাপত্বি করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলঅ পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, নারী ইউপি সদস্য (সংরক্ষিত) লিমা বেগম, স্থানীয় ইউপি সদস্য শেখ শহিদুল ইসলঅম, ইউপি সদস্য শেখ আ. রহমান।
শিক্ষক মো: খায়রুল বাসার জুয়েল ও শিক্ষিকিা সৈয়দা ফাতেমা আফরোজের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া ও শরীর চর্চা শিক্ষক শিউলি রানী কুন্ডু, বিদ্যোৎসাহী সদস্য শেখ কামরুজ্জামান, এসএমসির সদস্য শেখ আরিফুল হক, মো: মিজানুর রহমান, ফকির মো: আইয়ুব আলীসহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ। পুরস্কার বিতরন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত