ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের আয়োজনে স্বপন দাশ অডিটরিয়ামে রোববার (৩ মার্চ) সকাল ১০টায় বাগেরহাট-১ আসন থেকে ধারাবাহিক ভাবে ষষ্ঠবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের করোনাজনিত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রভাষক সাইদুর রহমানের উপস্থাপনায় দোয়া অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন দ্বাদশ শ্রেণিন ছাত্র খায়রুল ইসলাম। অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, সেখ তারিকুল ইসলাম, সিরাজুল ইসলাম মল্লিক, মোসাঃ আতাউন্নেছা সহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিসহ সকল বক্তারা সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন এবং এই মহামারির হাত থেকে তাঁর মুক্তি কামনা করা হয়।
শেষে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন।
ফকিরহাটে শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় শেখ দোয়া
Leave a comment