
জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রাস্তায় এবার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নয়ন দে (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে মটরসাইকেলে থাকা সবুজ হোসেন গুরুতর আহত হন। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন দে ফকিরহাট উপজেলার পিলজংগ টাউন-নওয়াপাড়া গ্রামের গৌতম দে’র ছেলে। নয়ন দে একটি বাস কাউন্টারে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, নয়ন দে ও সবুজ হোসেন শুক্রবার বিকেলে খুলনা থেকে মোরটসাইকেলে করে বাড়ি আসছিলেন। তারা লখপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে দুই জনই গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার আগে নয়ন দে মারা যান। ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মালবাহী ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও সহযোগী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।