ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চার ওয়ারেন্টবূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরমধ্যে ৬ মাসের ও ৩মাসের সাজাপ্রাপ্ত আসামী রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ফকিরহাটের সাতবাড়িয়া এলাকার মৃত লোকমান শেষে ছেলে মোঃ ইকরামুল শেখ, উপজেলার রুদ্রগাতী এলাকার সুকেন্দু বর্মনের ছেলে গোলক বর্মন এবং বালিয়াডাঙ্গা গ্রামের মো: আছাদ শেখের স্ত্রী মোছাঃ পারভিনসহ চারজন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফকিরহাটে সাজাপ্রাপ্ত চার আসামী গ্রেপ্তার
Leave a comment