ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফরিহাটে বৈলতলী এলাকা থেকে আব্দুল রাকিব মোড়ল (৩৫) নামে একবছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভ‚ক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল রাকিব মোড়ল উপজেলার বৈলতলী গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিক রেজার নেতৃত্বে পুলিশের একটি দল বৈলতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে রাকিব মোড়লকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী রাকিব একটি মাদক মামলায় একবছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী বলে পুলিশ জানায়। ফকিরহাট থানায় মামলা নং-০৮, তারিখ-১১/০২/২০১৭ এবং জিআর নং-১৯/১৭।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত