ফকিরহাট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফকিরহাট উপজেলা শাখার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলীয় বিধিমালা ২২ (ঘ) ধারা মোতাবেক বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগ শাখা এই সিদ্ধান্ত গ্রহন করেছেন।
গত ২২ এপ্রিল বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাগেরহাট জেলা শাখার সভাপতি সরদার নাসির উদ্দিন এবং সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাগেরহাট জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, দলীয় বিধিমালা ২২ (ঘ) ধারা মোতাবেক ফকিরহাট উপজেলা শাখার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত