
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩জন মাদক বিক্রেতাকে আটক করেন। এসময় তাদের দেহ তল্লামী করে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হল কালিগঞ্জ উপজেলার ডুজুরিয়া এলাকার দুলাল ভূইয়ার ছেলে হাবিবুল্লাহ ভূইয়া, আট্টকী গ্রামের রইচ মোল্লার ছেলে সোহেল মোল্লা (২৮) ও একই গ্রামের শাহিন শেখের ছেলে শামীম শেখ (১৯)।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে বলেন এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতদের বুধবার বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।