বিজ্ঞপ্তি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ২১শে মে অনুষ্ঠিত বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান সেখ ওয়াহিদুজ্জামান বাবু ও ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান কে শপথ অনুষ্ঠানের পূর্বে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে খুলনাস্থ ফকিরহাটের ওলামায়ে কেরামের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান পশ্চিম বানিয়া খামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওঃ মুহাঃ ফজলুর রহমান। গতকাল সকাল এগারোটায় শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পৌঁছালে তাৎক্ষণিক খুলনাস্থ ফকিরহাটের ওলামায়ে কেরাম এর পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন হাফেজ মাসুম বিল্লাহ, হাফেজ মাজহারুল ইসলাম, মাওঃ মুফতি আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ ওলামায়ে কেরাম ও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের সমার্থকবৃন্দ। উল্লেখ্য যে, গত ২১মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে সেখ ওয়াহিদুজ্জামান বাবু মটরসাইকেল প্রতীকে ৪৬৬৫৪ ভোট এবং ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরুল হাসান তালা প্রতীকে ৪৫৪০১ ভোট পেয়ে নির্বাচিত হন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত