
ফকিরহাট প্রতিনিধি : স্থানীয় পর্যায়ে সম্পদ আহরণ ও ব্যবস্থাপনা মডেল হিসাবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও করলেন গাইবান্ধা জেলার স্থানীয় সরকার বিভাগে উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। সোমবার সকালে তারা বেতাগা ইউনিয়ন পরিষদের স্থানীয় পর্যায়ের রাজস্ব আহরণ এবং উন্নয়ন কর্মকান্ডে সুষম ব্যয়ের মাধ্যমে উন্নয়নের অনুকরণীয় বিষয়সমূহ পরিদর্শন ও মতবিনিময় সভায় মিলিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলার রেজাল্ট মনিটরিং এক্সপার্ট ড. মিজানুর রহমান, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, পলাশবাড়ি উপজেলা র ভাইস চেয়ারম্যান এএসএম রশিদুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিউল ইসলাম, হলুদিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ঘাগোয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর জামান, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান মো. নাছিরুল আলম স্বপন, দরবস্ত্র ইউপি চেয়ারম্যান আবু রুশদ মো. শফিকুল ইসলাম, গজারিয়া ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম খান, বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. ফজলুল কাইয়ুম হুদা। সভাপতিত্ব করেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ।