ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের বানিয়াখালী এলাকায় ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎ বাগচী (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে বানিয়াখালী এলঅকার হলধর বাগচীর ছেলে।
মৃতের পরিবার ও হাসপাতাল সূত্র থকে জানা গেছে, সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বানিয়াখালী গ্রামের সন্তোষ বাগচীর ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎ বাগচী আকস্মিক মাটিলে ঢলে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সবুজ শেখ জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তবে তিনি হৃদক্রীয়া যন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, তিনি এ বিষয়টি জানেন না। তাকে কেউ এ বিষয়ে অবগত করেনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত