ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ শ্রী শ্রী হরিদাস বাবাজীর আশ্রমে (গোসাই বাড়ি) প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ধর্মীয় গান ও আলোচনা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন কমিটি। ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রমের গোসাই কৃতিবাস গোস্বামী।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপি অনুষ্ঠান চলাকালিন সময়ে মন্দির পরিদর্শণ করেন মানসা কালী মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, কোষাধ্যক্ষ শেখর রায়, শিক্ষক ও পুরোহিত অজয় কুমার চক্রবতীসহ অন্যান্যরা। এসময় শ্রী শ্রী হরিদাস বাবাজীর আশ্রমের সভাপতি ও মানসা কালি মন্দির কমিটির সাধারন সম্পাদক বাবলু কুমার আশ, আশ্রমের সাধারন সম্পাদক ডা. তমনাশ বসু, সহসভাপতি মিলন সেন, কোষাধ্যক্ষ অরুন কুমার গুহসহ নারায়ন বসু, রনজিৎ দাস, রনজিৎ বিশ্বাস, তাপস মিত্র, পলাশ রায়, বিশ্ব ঘোষ, অরুন ঘোষ, সুকদেব দাস, মিঠুন দাস, তরুন দাস, অরুপ ঘোষ, সঞ্জয় দাম, অমৃত দাস, অসিত বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শত শত দর্শনার্থী ও ভক্তকুলের আগন ঘটে।
ফকিরহাট মৌভোগে গোসাই বাড়ি আশ্রমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Leave a comment