
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্ছদা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে লখপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে অত্র ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে উন্নয়ন ও রাজস্ব খাতে মোট ২ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৯১২ টাকার বাজেট ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি সেলিম রেজার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, উপসহকারী প্রকৌশলী হাসিবুর রহমান। অনুষ্ঠানে বাজেট উপস্থাপনা করেন অত্র ইউপি সচিব বিকাশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি মো. সেলিম হোসেন। এসময় বিভিন্ন ইউপি সদস্য সহ বিভিন্ন শেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।