ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে শেখ কামাল আন্ত: স্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সন্ধায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, মুলঘর ইউপি চেয়ারম্যান এড. হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, আট্টাকা স্পোটিং ক্লাবের মো: ইবারাত আলী, মো: আ. গফুরসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন সকালে বেলুন ও ফেষ্টুন উড়য়েশেখ কামাল আন্ত: স্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত