
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট সনাতন জাগরণী সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহাজারী জোড়া শীব মন্দিরে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
সম্মানীত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন সনাতন জাগরণী সংঘের সভাপতি বাপ্পা দত্ত। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক মনোতোষ রায় কেষ্ট’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, মূলঘর ইউপি চেয়ারম্যান এড. হিটলার গোলদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাতন জাগরণী সংঘের সাধারণ সম্পাদক আনন্দ কুমার দে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা সদর সর্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল কুমার দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন ধর, নলধা-মৌভোগহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অজামিল ঢালীসহ অন্যান্যরা।