ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : মাহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পর থেকে নানা উপসর্গ নিয়ে বাগেরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনো অসুস্থ। তাঁর আশু সুস্থতা কামনায় বিবৃতি প্রদান করেছে ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বুধবার (৮ নভেম্বর) সকালে ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের প্রেরিত এক বিবৃতিতে জানানো হয়, একাত্তর টিভির বাগেরহাটের স্টাফ রিপোর্টার ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী কোভিট-১৯ টিকা গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়ায় এখনো অসুস্থ আছেন। বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত শরীরে নানা ধরণের উপসর্গের সাথে লড়াই করছেন ওই সাংবাদিক। ভ্যাকসিন গ্রহনের পর ২ বছর ৮ মাস অতিবাহিত হয়েছে। এ সময়ের মধ্যে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন হাসপাতালে নিয়েছেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তীত আছে।
সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে, সহসভাপতি আহসান টিটু, সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারন সম্পাদক এম জাকির হোসেন, কোষাধ্যক্ষ শেখ খাবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শেখ, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, নির্বাহী সদস্য ফকির দাউদ হায়দার বাবু, শেখ আজমল হোসেন, সদস্য মিজানুর রহমান লিটন, এমএমসি মেহেদী হাসান, সাগর মল্লিক, এসএ কালাম, মো. আজমল হোসেন প্রমূখ।
ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের বিবৃতি
Leave a comment