
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিচিতি বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এর আগে এনসিডি কর্ণারের উদ্বোধন করা হয়েছে। সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেখ আ. রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মু আলীমুজ্জামান, ডা. শিশির বসু, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, দেবরাজ মিত্র, সাংবাদিক মান্না দে, মো. কামাল হোসেন, অসিম কুমার চক্রবর্তী, মো. আল-আমিন প্রমুখ। সভায় হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।