
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, বাগেরহাট সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা এএসএম মফিদুল ইসলাম।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এড. হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির বসু, মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।