রিপনচন্দ্র মল্লিক, মাদারীপুর : ফরিদপুরে আনসার উল্লাহ বাংলা টিমের সালাউদ্দিন বিশ্বাস নামে এক সদস্যকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন একটি আদালত। তাকে অপর আরেকটি ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত সন্ত্রাস বিরোধী আইনের দুটি ধারায এই রায় দেন।
দণ্ড প্রাপ্ত সালাউদ্দিন ওরফে ক্ষনিকের মুসাফির জেলার সালথা উপজেলা রামকান্তপুর গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা গেছে, অপরাধমুলক ফেসবুক পোস্টের ভিত্তিতে শাকপালদিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী আসামি মো. সালাউদ্দিনকে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ২০২০ সালের ১৮ আগস্ট রাতে সালথা থানা পুলিশ গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি মোবাইলফোন ও ৪টি উগ্রবাদী বই জব্দ করা হয়।
সালথা থানার উপ-পরিদর্শক জিসান আহম্মেদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। তদন্তে আসামি সালাউদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য পদগ্রহণ, সমর্থন ও অপরাধ সংগঠনের প্রচেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপরাধে তার বিরুদ্ধে চার্জ গঠন শেষে আদালতে পাঠানো হয়।
অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের রাষ্ট্র পক্ষের আইজীবি নওয়াব আলী মৃধা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসামির বিরুদ্ধে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ এর ৮ ও ৯ ধারায় এই রায় দেন। আমরা আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছি।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত