
তালা প্রতিনিধি : ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় তালার আব্দুস সালাম (২৮) নামের এক ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের বড় ছেলে। এ ঘটনায় হেলপারসহ আহত হয়েছেন দু’জন। আহতরা হলো সাতক্ষীরা কামালনগর এলাকার আজিজলের ছেলে মোঃ হুমায়ুন (২৭) ও আঙ্গুর ফলের মালিক পক্ষের লোক। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
নিহতের চাচা হাবিবুর রহমান জানান, গত মঙ্গলবার (৬ জুন) ভোমরা স্থল বন্দর থেকে আঙ্গুর ফল বোঝাই করা ট্রাক নিয়ে ঢাকায় উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। রাত ১০টার দিকে ফরিদপুরের ভাঙায় পৌছালে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ড্রাইভার আব্দুস সালামের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর হসপিটালে ভর্তি করা হয়েছে।
এদিকে নিহত আব্দুস সালাম এক সন্তানের জনক ছিলেন। বুধবার বিকালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

