জন্মভূমি ডেস্ক : ফরিদপুরের ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। এ ছাড়া গুরুতর অবস্থায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা সদরের গেরদা ইউনিয়নের কাফুরা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত এবং আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী ট্রেনটি রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে পড়লে সংঘর্ষ হয়। এরপর মাইক্রোবাসটি ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ গজ দূর পর্যন্ত ছিঁচড়ে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল।
সরেজমিনে দেখা যায়, রেলগেটটিতে কোনো রেল ক্রসিংবার এবং গেটম্যান নেই। স্থানীয়দের অভিযোগ, রেল ক্রসিং না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
Leave a comment