ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি ব্যবসায়ী সিদ্দিকুর রহমানকে আটক করেছে পুলিশ। রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সিদ্দিকের বড় ভাই ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল জলিল শেখ জানান, গতকাল দিবাগত রাত ১টার দিকে ঢাকার ধানমণ্ডির বাসা থেকে সিদ্দিকুরকে আটক করা হয়। পরে তাঁকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। আগামী ১৩ ডিসেম্বর ফরিদপুর চেম্বার অব কমার্সের নির্বাচনে বর্তমান সভাপতি মো. সিদ্দিকুর রহমান ভোটে লড়ছেন বলে জানান আব্দুল জলিল।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি চাঁদাবাজির মামলায় সিদ্দিকুর রহমানকে ঢাকা থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এই মামলাটি ছাড়াও একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত