ক্রীড়া প্রতিবেদক : ডাম্বুলা অরার বিপক্ষে লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে হেরে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছিল গল টাইটান্স। তবে সাকিব আল হাসান, লিটন দাসদের দলের আরও একটি সুযোগ ছিল শিরোপার লড়াইয়ে নিজেদের জিইয়ে রাখার। তবে সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। কোয়ালিফায়ার-২ এ গতকাল বি লাভ ক্যান্ডির বিপক্ষে ৩৪ রানে হেরেছে তারা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গলের বিপক্ষে এদিন ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের সংগ্রহ গড়ে ক্যান্ডি। এদিন ক্যান্ডির শুরুটা ভালো না হলেও দলকে পথ দেখিয়েছেন দিনেশ চান্দিমাল এবং অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ দুজনের ৩৮ ও ৪৮ রানের ইনিংসের সুবাদেই লড়াই করার মত পুঁজি পায় তারা।
এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে ঠিক মত প্রতিরোধই গড়তে পারেনি গল। আগের দুই ম্যাচে ব্যর্থ হওয়া বাংলাদেশি ব্যাটার লিটন দাস অবশ্য এদিন ভালো শুরুর আভাস দিয়েছিলেন। মেরেছিলেন চারটি চার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি, আউট হয়েছেন ১৯ বলে ২৫ রান করেই। আরেক ওপেনার লাসিথ ক্রস্পুলও সাজঘরে ফিরেছেন মাত্র ১৪ রানেই।
এরপর চার ওভার বল করে ২৪ রান দিয়ে এক উইকেট নেয়া সাকিবও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। দুইবার জীবন পেয়েও দলের হাল ধরতে পারেননি তিনি। দুই চারে ১৫ বলে ১৭ রান করেই সাজঘরে ফিরেন তিনিও। পরে গলের হয়ে লড়াই করতে পারেননি আর কেউই। ইনিংস সর্বোচ্চ ২৮ রান এসেছে সোনাল দিনুশার ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে গলের যাত্রা থামে মাত্র ১২৩ রানেই। ফলে ৩৪ রানের জয় নিয়ে ডাম্বুলার প্রতিপক্ষ হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে ক্যান্ডি।
আজ ২০ আগস্ট রাতে কল্মবোর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে ডাম্বুলা এবং ক্যান্ডি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত