জন্মভূমি ডেস্ক : অভিনেত্রী শবনম ফারিয়া। তার বাবার নাম মীর আবদুল্লাহ। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সালের ১৬ই জুলাই ভোরে মারা যান তিনি। গত রোববার ছিল তার বাবার মৃত্যুবার্ষিকী। আর এদিন আক্ষেপ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেন ফারিয়া। অভিনেত্রী বলেন- বাবা, আজ তোমাকে ছাড়া পথচলার ৬ বছর। তুমি থাকতে জীবনটা ঠিক যতটা সহজ ছিল, চলে যাওয়ার পর বাকি পথটা তার দ্বিগুণ কঠিন হয়ে গেল! সম্ভবত তুমি থাকলে সহজে এত ভুল সিদ্ধান্ত নিতাম না। এখনো কিছু হলে মনে হয়, তুমি থাকলে যেকোনো কিছুই আমি সহজে ওভারকাম করতে পারতাম।
ফারিয়া আরও বলেন, আমি জানতাম আমার একটা বাবা নামের বন্ধু আছে, যে পৃথিবীর যেকোনো কঠিন যুদ্ধে আমার পাশে থাকবে, আমি কখনো কোথাও হারবো না। এখন আমি হেরে যাই বাবা, বোকার মতো নিজের হেরে যাওয়ার দৃশ্যগুলো দেখি।
তুমি বলতে না, আমার সবচেয়ে বড় শক্তি আমার আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসটাই আর নাই। তোমাকে খুব মনে পড়ে বাবা। এদিকে শবনম ফারিয়া বর্তমানে একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে ওয়েবেও অভিষেক হয়েছে তার। সামনেও ওয়েবের কাজে দেখা যাবে এ অভিনেত্রীকে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত