নিজস্ব সংবাদদাতা : ফিশারিজ সোসাইটি অফ বাংলাদেশের (এফএসবি) ২০২৪-২৫ সালের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আংশিক ওই কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনসুর ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালযয়ের (বশেমুরকৃবি) ফিসারিজ বায়োলজি এন্ড এ্যকোয়াটিক ইনভায়োরনমেন্ট বিভাগের অধ্যাপক ড. এস. এম. রফিকুজ্জামান । সোমবার (১৯ ফেব্রুয়ারি) এফএসবির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সামছুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২ বছরের জন্য ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি ১ পদে রয়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ আলমগীর, সহ-সভাপতি-২ পদে রয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী, কোষাধ্যক্ষ পদে বাকৃবির ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, সহ-সম্পাদক ১ পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান, সহ-সম্পাদক ২ পদে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ রিসোর্চ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এস.কে. আহমেদ আল নাহিদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের ড. মো. ওয়াহিদুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল ফারাহ মোঃ হাসানুজ্জামান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. ভক্ত সুপ্রতিম সরকার, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এহসানুল করিম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎসবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌসী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসাইন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. ফেরদৌস আহমেদ।