ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার পিপরাইল গ্রামে অভিযান চালিয়ে দেশীয় পিস্তলসহ গোলাম পরোয়ার মোল্যা (২১) নামে এক যুবককে আটক করেছে। সে ওই গ্রামের হোসেন মোল্যার পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিপরাইল গ্রামের হোসেন মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে গোলাম পরোয়ার মোল্যাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যাপ্যারে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা (নং-৪) দায়ের করা হয়েছে। আটককৃত আসামীকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত