ফুলতলা প্রতিনিধি : ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটুকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। গত ২৯ এপ্রিল জেলা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও জানানো হয় জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারীর পরিচালনায় জেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।