
ফুলতলা প্রতিনিধি : ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের উদ্যোগে গত শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানাজ জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সালেহ, তথ্য ও গবেষনা সম্পাদক মোস্তফা সরোয়ার, শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন, সদস্য মোঃ আজগার বিশ্বাস তারা, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মোড়ল, শেখ রওশন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ মনিরুল ইসলাম ও সরদার মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, শহীদুল ইসলাম মোল্যা, আলী আজম মোহন, জেলা যুবলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেন প্রমুখ।